উলুবেড়িয়ায় আসার পথে গঙ্গাবক্ষে যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা, চাঞ্চল্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নদীতে বানের জেরে উল্টে গেল নৌকা। মঙ্গলবার রাতে উলুবেড়িয়ায় আসার পথে গঙ্গাবক্ষে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার পূজালি থেকে নৌকায় চেপে উলুবেড়িয়ার নেপালী ঘাটে কাজে আসছিলেন একদল শ্রমিক। প্রত্যেকেই চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের শ্রমিক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত ন’টা কুড়ি মিনিট নাগাদ হঠাৎই বান এলে মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। সূত্রে মারফত জানা গেছে, নৌকাটিতে ন’জন যাত্রী ছিল। তাদের মধ্যে আটজনকে উদ্ধার করে বজবজে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন যাত্রী নিঁখোজ বলে সূত্র মারফত জানা গেছে। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। নিঁখোজ যাত্রীর খোঁজে তল্লাশি চলছে।

.