আমতায় বিজেপি ছেড়ে তৃণমূলে হাজার দেড়েক কর্মী-সমর্থক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আমতায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় হাজার দেড়েক নেতা-কর্মী। জানা গেছে, রবিবার আমতার একটি কমিউনিটি হলে একটি দলীয় কর্মসূচিতে শুকদেব মাইতি ও পাপাই মাজির নেতৃত্বে উদং-২ ও খড়দহ অঞ্চলের প্রায় হাজার দেড়েক কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী, আমতা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা, যুবনেতা শেখ আব্দুল্লাহরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

উল্লেখ্য, উদং-২ এলাকার বাসিন্দা শুকদেব মন্ডল দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে যুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে আমতা-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও হয়েছিলেন। কিন্তু বিগত বিধনসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বছর ঘুরতে না ঘুরতেই ঘর ওয়াপসি ঘটল শুকদেব মন্ডলের। উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী জানান, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই এঁদের দলে নেওয়া হয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরীকে ফোন করা হলে তিনি বলেন,”আমার এবিষয়ে কিছু জানা নেই।”এদিনের অনুষ্ঠানে সদ্য প্রয়াত উলুবেড়িয়া উত্তর বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ লাহার স্মরণে সভাও অনুষ্ঠিত হয়।