নিজস্ব সংবাদদাতা : আবারও বাগনানে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সূত্রের খবর, আজ সকাল ১০ টা নাগাদ ৬ নং জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিক থেকে আসছিল একটি ডাম্পার।
ডাম্পারটি বাগনানের লাইব্রেরী মোড়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে। লরির ধাক্কায় বাইকের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে একজন আরোহীর মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় দু’জন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শ্রীমন্ত নন্দী। বয়স ৩৫। মৃতের বাড়ি হুগলীর রাজবলহাটে। ক্রেন এনে ডাম্পারটিকে সরানোর কাজ চলছে বলে জানা গেছে।



