নিজস্ব সংবাদদাতা : বাগনানে ঝাড়খন্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃতের নাম মোহিত কুমার। ধৃত মোহিত ঝাড়খন্ডের রাঁচি জেলার গঙ্গাধর কলোনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খুনের তদন্তে নেমে বৃহস্পতিবার ঝাড়খন্ডে পৌঁছায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগনান থানার পুলিশ। মোহিতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মোহিত কুমার অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিল। এদিন তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল।
বাগনান কান্ডে গ্রেফতার আরও এক, অস্ত্র সরবরাহের অভিযোগ
Published on: