নিজস্ব সংবাদদাতা : ঝড়ে গাছ পড়ে মৃত্যু হল এক ষাটোর্ধ্ব ব্যক্তির। মৃত ব্যক্তি উত্তম কুমার দেঁড়ে(৬৪) উলুবেড়িয়ার মাধবপুরের বাসিন্দা। জানা গেছে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দফতরের কর্মী উত্তম বাবু শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ির পাশে হাঁটাচলা করেছিলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
হটাৎ ঝড় ওঠে, তড়িঘড়ি করে বাড়িতে ঢুকতে যান তিনি। বাড়িতে ঢোকার আগেই একটি গাছ ভেঙে পড়ে তার উপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেশকিছুক্ষণ পরে ঘটনাটি চোখে পরে এক প্রতিবেশীর। ঘটনাস্থলে পৌঁছে উলুবেড়িয়া থানার পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।