নিজস্ব সংবাদদাতা : রেশন নিয়ে দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীরা যখন রাজ্যের সরকারের উপর রেশন কালোবাজারি সমেত একাধিক বিষয় নিয়ে বিঁধছে ঠিক তখনি গ্রামীণ হাওড়ার আমতা থানার উদং গ্রামের এক রেশন দোকানের অনতি দূরে আমাদের ক্যামেরায় ধরা পড়ল রেশন কালোবাজারি ছবি।
রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামলেও এখনো বিভিন্ন জায়গায় চলছে কালোবাজারি। অন্তত সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঘড়ির কাঁটায় ঠিক আজ সকাল ১১ টা ২০। গ্রামীণ হাওড়ার আমতা থানার উদং গ্রামের এক রেশন দোকানের অনতি দূরে দাঁড়িয়েই দু’ই যুবক রেশন থেকে প্রাপ্ত আটা ৪ টাকা প্যাকেট হিসাবে বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হাজির হন আমাদের প্রতিনিধিরা।
তাঁদের দেখতে পেয়েই ওই দু’ই যুবকের থেকে আটা কেনা এক ব্যক্তি আটার বস্তা ফেলে কোনোরকমে টাকা নিয়ে পালিয়ে যান। অবশ্য ক্যামেরার সামনে পড়ে ওই যুবক নিজের দোষ স্বীকার করে নেয়। কিশোর জানায়, “এবার তার পরিবার রেশন থেকে মোট ৫২ প্যাকেট আটা পেয়েছে। কিন্তু, বাড়িতে আটা না খাওয়ায় রাস্তাতেই খদ্দের পেয়ে বেশ কিছু আটা বিক্রির সিদ্ধান্ত নেয়।” এই মহামারীর সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের একাধিক কড়া পদক্ষেপের পরও বিভিন্ন জায়গায় কীভাবে চলছে এই কালোবাজারি? -তা নিয়েই উঠছে প্রশ্ন।