পাঁচলায় খাল কাটতে গিয়ে উদ্ধার বস্তাবন্দী খুলি ও হাড়গোড়, চাঞ্চল্য এলাকায়

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সেই কাজই চলছিল গ্রামীণ হাওড়ার পাঁচলা থানার গোন্ডলপাড়া এলাকায়। গোন্ডলপাড়া ১০০ দিনের প্রকল্পে খালকাটার কাজ চলাকালীন বস্তাবন্দী খুলি,হাড়গোড় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। সূত্রের খবর, কয়েকদিন আগে থেকেই গোন্ডলপাড়ায় একটি খাল সংস্কারের কাজ শুরু হয়েছিল।

আজ তারই কাজ চলছিল।সেই সময় শ্রমিকরা মাটির নীচে প্লাস্টিক প্যাকেট মোড়া একটি বস্তা দেখতে পান কৌতুহলবশত বস্তাটি খোলার পরউ হাড়গোড় ও খুলি দেখতে পাওয়া যায়। তারপরই খবর দেওয়া হয় পাঁচলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ফরেন্সিক টেস্টের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁচলা থানার পুলিশ।