নিজস্ব সংবাদদাতা : প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সরব হলেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে। উদং উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুইয়ের অপসারণের দাবি জানিয়ে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিলেন অভিভাবকরা৷ অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই কোনো কারণ ছাড়াই গত ১৩ ই সেপ্টেম্বর স্কুল বন্ধ রেখেছিলেন। এর ফলে পড়াশোনার সাথে সাথে মিড-ডে-মিল থেকেও বঞ্চিত হয় পড়ুয়ারা। তাদের আরও অভিযোগ, ওই প্রধান শিক্ষক বেশিরভাগ দিনই স্কুলে আসেন না। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্কুলে এলেও নির্দিষ্ট সময়ের আগেই স্কুল থেকে চলে যান। অভিভাবকদের আরও অভিযোগ, তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই। এমনকি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে উদং উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় ও উদং গ্রামের সুনামকে কালিমালিপ্ত করছেন ওই প্রধান শিক্ষক — এমনই গুরুতর অভিযোগ করেছেন অভিভাবকরা। অভিভাবকরা জানান, শুক্রবারই তাদের তরফে অভিযোগপত্রটি জমা করা হয়েছে। তাদের দাবি, ২৪ ঘন্টার মধ্যে পিন্টু পাড়ুইকে অন্যত্র বদলি করতে হবে। তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। এবিষয়ে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, বৃহস্পতিবার ওই প্রধান শিক্ষককে শো’কজ নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।