নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শহরকে যানজট মুক্ত করতে উলুবেড়িয়া পুরসভার তৈরি হয়েছে পার্কিং জোন।

বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত উলুবেড়িয়া পুরসভায় একটি বৈঠকে এলাকার সমস্ত ব্যাবসায়ীদের রাস্তার পাশে গাড়ি পার্কিং না করে স্বল্প মূল্যে উলুবেড়িয়া পুরসভার কার পার্কিং রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৪ই জানুয়ারি এই কার পার্কিং এর উদ্বোধন করা হবে। শহরকে যানজট মুক্ত করতে তার পর থেকেই রাস্তার পাশে গাড়ি পার্কিং না করে পুরসভার পার্কিং জোনে গাড়ি পার্ক করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর, এলাকার ব্যাবসায়ী সহ প্রশাসনের উলুবেড়িয়ার সর্বস্তরের প্রশাসনের লোকজন