নিজস্ব সংবাদদাতা : দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত করার জন্য প্রস্তাব দিয়েছেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। এখন দিল্লীতে অধিবেশন চলছে। বৃহস্পতিবার সেই অধিবেশনে সাংসদ সাজদা বলেন, আমার সঙসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে গ্রামীন হাওড়ার সামতাবেড় গ্রাম। এই গ্রামে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। ওই সামতাবেড়ে থাকাকালীন সময়ে একাধিক সাহিত্য সৃষ্টি করেছেন কথাশিল্পী। আবার ট্রেনপথে ওই সামতাবেড়ে যেতে গেলে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার গুরুত্বপূর্ণ স্টেশন “দেউলটি”তে নামতে হয়।

সেই স্টেশনটির নাম পরিবর্তন করে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে রাখার জন্য প্রস্তাব করছি বলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ । সাজদা বলেন,তার অসামান্য বহু রচনা সিনেমা জগতে মাইলস্টোন হয়ে আছে। সামতার শরৎচন্দ্রের বাড়ি ঘিরে সাহিত্য প্রেমী মানুষ থেকে শুরু করে রাজ্যবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে। দক্ষিন পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি সামতাবেড়ের দূরত্ব মাত্র তিন কিলোমিটার ।

অনেক আগেই শরৎচন্দ্রের এই বসতবাটি হেরিটেজ ঘোষনা হয়েছে। জীবনের ১২ টা বছর বেশ কিছু বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সামতাবেড়েতে অবস্থান করেছিলেন । ওই এলাকাটি পড়ে বাগনান বিধানসভার মধ্যে পড়ে। সেই কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন বলেন, সাংসদের এই প্রস্তাবে খুশী। দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার জন্য দলগতভাবে এবং প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছিল। উলুবেড়িয়া মহকুমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মবার্ষিকী কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু পাঁজা সাংসদের এই প্রস্তাবে খুশী।

তিনি বলেন, তাদের সঙগঠনের পক্ষ থেকে এই দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার জন্য স্থানীয় স্টেশন মাস্টার থেকে রেলের বিশিষ্ট শিক্ষাবিদ সীতেশ মজুমদার লোকসভায় সাংসদের রাখার প্রস্তাবে খুশি । তিনি বলেন এই দাবী আমাদের দীর্ঘদিনের । এই দাবী পূরণ হলে আমরা এলাকাবাসী বেশি খুশি হব। বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন এটা অত্যন্ত সাধু প্রস্তাব। আমাদের সবার সঙ্গে পরামর্শ করেই মাননীয়া সাংসদ লোকসভায় এই প্রস্তাব রেখেছেন। লোকসভায় স্হানীয় সাংসদ সাজদা আহমেদের রাখা এই প্রস্তাব সাধুবাদ জানিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পপৌত্র জয় চট্টোপাধ্যায় বলেন এটা আমাদের কাছে খুব খুশির খবর।ভালো খবর।এই প্রস্তাব কার্যকরী হলে আমি খুব খুশি হবে।