হাওড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ল যাত্রী! রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সবে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে ছেড়েছে ট্রেন। হঠাৎই চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মের দিকে ছিটকে পড়লেন এক যাত্রী। প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ জওয়ান বিন্দুমাত্র দেরি না করে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীটিকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়লেন। বৃহস্পতিবার বিকালে এমনই রোমহষর্ক ঘটনার সাক্ষী থাকল হাওড়া স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা।

রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫.৩৬ মিনিট নাগাদ হাওড়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ে। বিপ্লব চ্যাটার্জী নামক এক যাত্রী চলন্ত ট্রেনে উঠতে গেলে ৪ নং প্ল্যাটফর্ম ও ট্রেনের গ্যাপে পড়ে যান।

প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ জওয়ান মাইকেল সোরেন তা বুঝতে পেরেই কোনোরকম ভাবনা না ভেবেই যাত্রীটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। ওই আরপিএফ জওয়ানের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণে বাঁচেন ওই যাত্রী। রেল সূত্রে খবর, যাত্রীটির চোট-আঘাত লাগেনি। পুলিশ কর্মীর এহেন পদক্ষেপকে সকলে একবাক্যে কুর্নিশ জানিয়েছেন।