অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : অক্সিজেনের অভাব দূর করতে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল অক্সিজেন বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতলে চলছে করোনার‌ও চিকিৎসা। সেই কারণে স্বাভাবিক চাহিদার থেকে বেশি অক্সিজেনের প্রয়োজন পড়ছ ফলত মাঝেমাঝেই অক্সিজেনের অভাবে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সেই কারণেই এই হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই প্লান্ট শুরু হয়ে গেলে অক্সিজেনের সমস্যা অনেকটাই মিটবে এই হাসপাতালের। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উলুবেরিয়া থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবার।