লক ডাউনের কারণে সমস্যায় ফটোগ্রাফাররা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন কিংবা অন্য কোন শুভ অনুষ্ঠান। সেই আনন্দের মুহুর্ত গুলি ধরে রাখতে প্রায় সমস্ত আনন্দ অনুষ্ঠানে ভাড়া করা হয় ভিডিও বা স্টিল ফটোগ্রাফারদের। শুধু মাত্র এক ফটোগ্রাফির উপর ভরসা করেই সংসার চলে কয়েক হাজার ফটোগ্রাফারের।

লক ডাউনের কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ফটোগ্রাফাররা। কারণ লক ডাউনের জন্য যে কোন বড়ো জমায়েতের উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ফলত সেই ভাবে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোন আনন্দ অনুষ্ঠানের আয়োজন করছেন না সাধারণ মানুষ।

ফলত কাজ হারিয়েছেন কয়েক হাজার ফটোগ্রাফার। অনেক ফটোগ্রাফারদের দাবি বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ টাকা লোন নিয়ে তারা সামনের মরসুমের জন্য ক্যামেরা সহ প্রয়জনীয় জিনিসপত্র কিনেছেন। কিন্তু আয় পুরোপুরি বন্ধ থাকায় তারা সেই লোন শোধ করতেও পারছেন না।

আমতার এক ফটো স্টুডিওর মালিক সুমিত ভট্টাচার্য বলেন আমার একটা ছোট স্টুডিও রয়েছে। বৈশাখ, জৈষ্ঠ ও আষাঢ় মাসে বহু অনুষ্ঠানের অর্ডার ছিল, সব বাতিল হয়ে গেছে। দোকানের কর্মচারী দের মাইনে দিতে পারছিনা। লক ডাউন উঠে গেলেও আমাদের সুদিন কবে আসবে, বুঝতে পারছিনা।

তিনি আরো বলেন সরকার যদি ফটোগ্রাফারদের পাশে না দাঁড়ায় তাহলে ফটোগ্রাফারদের পরিবার সহ না খেতে পেয়ে মরতে হবে। উলুবেড়িয়ার বিরশিবপুরের বাপন মান্না বলেন এই কাজ করেই আমাদের সংসার চলে।

সব অর্ডার বাতিল হয়ে গেছে। লক ডাউনের কারণে পুরোনো বকেয়া টাকাও আনতে যেতে পারছিনা। এদিকে ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতির মাসিক কিস্তি ও দিতে পারছিনা। তার আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের সমস্যার সমাধানে সচেষ্ট হন।