উদয়নারায়ণপুরের স্কুলে প্লাটিনাম জয়ন্তী, বিজ্ঞান প্রদর্শনী মন কাড়ল সকলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উদয়নারায়ণপুরের খিলা গোপীমোহন শিক্ষা সদনের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হল। এই উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা, বিভিন্ন সেমিনার ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জানা গেছে, প্রখ্যাত উদ্যোগপতি আলামোহন দাশের উদ্যোগে দামোদর তীরবর্তী খিলা গ্রামে পঁচাত্তর বছর আগে এই শিক্ষা প্রতিষ্ঠান পথচলা শুরু করে। তারপর যত সময় গড়িয়েছে ততই ব্যাপ্তি প্রসারিত হয়েছে। এই সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের প্লাটিনাম জয়ন্তীতে স্বভাবতই বহু দূর-দূরান্ত থেকে ভিড় জমিয়েছিলেন প্রাক্তনীরা। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় যা সকলের নজর কেড়েছে। বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত শিল্পপতি আলামোহন দাশের জীবনীর উপর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন কুমার জানা, আলামোহন দাশের পরিবারের সদস্য শান্তনু দাশ, সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার বেরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পুনর্মিলনের আয়োজন করা হয়।