শ্যামপুরে কলেজ পড়ুয়ার তৎপরতায় প্রাণ বাঁচল বিষধর সাপের

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : শ্যামপুরে কলেজ পড়ুয়ার তৎপরতায় প্রাণ বাঁচল বিষধর সাপের। হাওড়া জেলার গ্রামীণ শ্যামপুর থানার প্রত্যন্ত গ্রাম কমলপুর। কমলপুর এলাকার বেশির ভাগ এলাকা জলাভূমি। অনেকেই মাছ ধরার জন্য মুগরী বা ঘূর্ণি জাল ফাঁদ পেতে রাখেন। আজ সকালে এক মৎসজীবীর মুগরী তে বিশালকায় বিষধর কেউটে সাপ পড়ে। সাথে নির্বিষ সাপ জলধাড়া। এলাকার মানুষ সাপটিকে মেরে ফেলার জন্য তৈরি হয়। সে সময় কলেজ পড়ুয়া সুজয় কাপড়ি ভিড় দেখে এগিয়ে যান। সাপ গুলি মারতে মানা করেন।

সুজয় খবর দেন আমরা শ্যামপুর (হাওড়া) বাসী গ্রূপের সক্রিয় সদস্য প্রশান্ত সাঁতরা কে। প্রশান্ত সাঁতারা কাল বিলম্ব না করে এলাকায় পৌঁছে বনদফতরে ফোন করেন ও 58 গেট ফরেস্ট অফিসার অজিত বাবুর সাথে যোগাযোগ করেন। কিছুক্ষনের মধ্যে বনদফতর এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। কলেজ পড়ুয়া সুজয় কাপড়ি বলেন শ্যামপুর বাসী ফেসবুক গ্রূপে প্রায় বন্যপ্রাণ নিয়ে প্রচার করতে দেখি। তাই গ্রূপের একজন কে খবর দিই। খুব আনন্দ হচ্ছে নিঃস্বাপ প্রাণ বাঁচাতে পেরে।