নিজস্ব সংবাদদাতা : ভোটের আগেই উলুবেড়িয়ার একাধিক গ্রামের বেশ কয়েকটি ভাটিতে অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ নষ্ট করল পুলিশ ও আবগারি দপ্তর।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া থানা এলাকার হীরাপুর, মদাই, শাঁখাভাঙা গ্রামে পুলিশ ও আবগারি দপ্তরের তরফে যৌথ অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে প্রায় ১৫০ লিটার চোলাই মদ, ৬০ কেজি ঝোলা গুড় বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, ১৩৮০ লিটার গুড় জল নষ্ট করে দেয় আবগারী দফতর।