উলুবেড়িয়ায় মাস্ক পরাতে পথে নামলেন পুলিশ, পুরপ্রশাসক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রধান অস্ত্র যে মাস্ক তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যে ফের লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। মুখ্যমন্ত্রী বারবার মানুষকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। এরপরও বহু মানুষ চরম অসচেতনতার নিদর্শন রেখে মাস্ক ছাড়াই দিব্যি পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন। কারুর মুখে মাস্ক থাকলেও তা কখনো থুতনির নীচে, আবার কখনো বা কপালে। এছবি কোনো একটি নির্দিষ্ট জায়গার নয়, এছবি সর্বত্র। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের আর্জি জানিয়ে পথে নামলেন পুলিশ ও পুরসভার প্রশাসক। শুক্রবার উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ে উপস্থিত হয়ে পথচলতি মানুষকে মাস্ক পরতে অনুরোধ জানালেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় ও উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা। পথচলতি মানুষ ও পথের ধারে বসা ব্যবসায়ীদের বারবার মাস্ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়।