নিজস্ব সংবাদদাতা : আনিস খানেরর কবরস্থ দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। তারপরই শনিবার রাতে আনিসের দেহ তুলতে আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের কবরস্থানে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। সাথে ছিলেন সিটের প্রতিনিধিরা ও স্থানীয় বিডিও মাসুদুর রহমান। সাথে ছিল কবর থেকে দেহ তোলার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দল। ভোররাতেই স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ ও বিডিও। তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এলাকাবাসীদের দাবি, আনিসের বাবা জানিয়েছেন তিনি এখন অসুস্থ। তিনি ইতিমধ্যেই সিটকে লিখিত জানিয়েছেন তিনি সোমবার সকালে আনিসের দেহ ময়নাতদন্তের জন্য তুলে দেবেন। তারপরেও কেন পুলিশ রাতের অন্ধকারে দেহ তুলতে এলো। স্থানীয়রা এদিন সাফ জানিয়ে দেন, আনিসের বাবার সম্মতি ছাড়া কোনোভাবেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া যাবে না। গ্রামবাসীদের বিক্ষোভ, বাধায় কার্যত খালি হাতেই ফিরে যেতে হয় সিটের সদস্য এবং বিডিওকে।