পেশায় পুলিশ, নেশায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হাওড়ার ডিসিপিকে সংবর্ধনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

পৃথ্বীশরাজ কুন্তী : পেশায় তিনি পুলিশ আধিকারিক। কিন্তু, লেখা তাঁর নেশা। ফটোগ্রাফিতেও তিনি কোনো অংশে কম যাননা। আবার তাঁর অনন্য শৈল্পিক দক্ষতা যে কাউকে মুগ্ধ করে। এমনকি তিনি নাট্যমঞ্চের একজন সফল অভিনেতা।

আইনশৃঙ্খলা রক্ষার কাজ করার পাশাপাশি এভাবেই নিজ সৃষ্টিশীল সত্ত্বাকে সাথে নিয়ে সাংস্কৃতিক জগতে বিচরণ করেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য। এবার দ্যুতিমান বাবুর এহেন প্রয়াসকে কুর্নিশ জানিয়ে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করল অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট নামক হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য-সদস্যারা হাওড়া পুলিশ কমিশনারেটের কার্যালয়ে গিয়ে দ্যুতিমান বাবুকে উত্তরীয়, স্মারক ও পত্রিকার তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করেন।

এদিন দ্যুতিমান বাবু আবেগঘন কন্ঠে নিজের থিয়েটার জীবনের স্মৃতিচারণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে কর্তা কিংশুক জানান, “সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রকে আরও কাছাকাছি আনতে আমরা বদ্ধপরিকর। আমরা উন্নততর হাওড়া গঠনের লক্ষ্যে কাজ করব।”