পাড়ার গলিতে জমায়েত! নজরদারিতে উলুবেড়িয়া, বাগনানে উড়ল ড্রোন, জমায়েত হঠাতে পৌঁছে যাচ্ছে পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের তৃতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বিনা প্রয়োজনেই বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায়। সবক্ষেত্রে পাড়ার অলিতেগলিতে ঢুকে পুলিশের পক্ষে নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। তাই ড্রোনের মাধ্যমে পাড়ার অন্দরে জমায়েতের উপর নজরদারি চালানোর উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

জানা গেছে, গতকালই উলুবেড়িয়া ও বাগনান থানার বেশ কিছু অঞ্চলে ড্রোন উড়িয়ে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হয়। যেখানেই ভিড় ধরা পড়েছে সেখানেই পুলিশ কর্তারা গিয়ে সাধারণ মানুষকে লকডাউনের গুরুত্ব বুঝিয়েছেন। অনুরোধ করেছেন বাড়িতে থেকে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। পুলিশ সূত্রে খবর, মানুষকে সচেতন করতে এহেন উদ্যোগ জারি থাকবে।