নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার দাবিতে ফের পথে নামল বামেরা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো গ্রামীণ হাওড়ার আমতাতেও রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা।
সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-আমতা শাখার আমতা স্টেশনে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ রেল অবরোধ করেন বাম কর্মীরা। দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। বেশ কিছু কর্মী লাইনের উপর বসেও পড়েন।
বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলে। এর জেরে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বেশ কিছুটা ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।