উলুবেড়িয়া গ্রামে পুলিশের অভিযান, লক্ষ লক্ষ টাকার চোলাই উদ্ধার

By superadmin

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার দু’টি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উলুবেড়িয়া-১ ব্লকের হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই গ্রামে ও ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের শাঁখাভাঙা গ্রামে অভিযান চালায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ২৩,৭০০ লিটার অবৈধ চোলাই উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের অভিযান চলাকালীন ড্রোনে নজরাদির পাশাপাশি নদীতে লঞ্চেরও সাহায্য নেওয়া হয়। বাজেয়াপ্ত ও উদ্ধার হওয়া অবৈধ চোলাইয়ের মূল্য প্রায় ষাটলক্ষ টাকা বলে জানা গেছে।