গ্রামীণ হাওড়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৩ টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১০ টি তাজা বোমা, গ্রেফতার ২

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রামপুরহাট কান্ডে সরগরম রাজ্য। রামপুরহাটের বাগটুই গ্রামে গিয়ে পুলিশকে রাজ্যজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের জন্য অভিযান চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। অন্যান্য জেলার মতো হাওড়া গ্রামীণ জেলা পুলিশও গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’দিন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ১০ টি তাজা বোমা উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান, এই অভিযান চলবে।