নিজস্ব সংবাদদাতা : নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। অন্যান্য বছরের মতো এবারও দীপাবলির আগে লাগাতার অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শ্যামপুর থেকে উদ্ধার হল নিষিদ্ধ বাজি। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ ও শ্যামপুর থানা শ্যামপুরে যৌথ অভিযান চালায়। এদিনের যৌথ অভিযানে শ্যামপুরের বারগ্রাম এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় ৩০০ কেজি নিষিদ্ধ বাজি। পাশাপাশি, এদিন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, দু-একদিন আগেই রাজাপুর থানার পুলিশ খলিশানী মালপাড়া থেকে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত উদ্ধার করেছিল, গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। রাজাপুরের পর শ্যামপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ।
.