নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণ রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ গেছে অনেকজনের। এরপরই নিষিদ্ধ বাজি রুখতে তৎপর পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বিপুল নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করল জয়পুর থানার পুলিশ। পাশাপাশি বেআইনিভাবে বাজি ব্যবসার অভিযোগে সেখ সুরাবদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের অমরাগড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে কয়েক কেজি বাজি তৈরির সরঞ্জাম ও বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সেখ সুরাবুদ্দিন ও তার ছেলে বেআইনিভাবে লাইসেন্স ছাড়াই বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিল। ইতিমধ্যেই জয়পুর থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এগরা কান্ড থেকে শিক্ষা! গ্রামীণ হাওড়ায় পুলিশের অভিযান, উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেফতার এক
Published on: