নিজস্ব সংবাদদাতা : বিগত বছরের মতো এবারও নিষিদ্ধ বাজি রুখতে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। দীপাবলির আগে উলুবেড়িয়ার গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সূত্র মারফত খবর পেয়ে উলুবেড়িয়ার খলিসানী মালপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় রাজাপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ১২৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
.