নিজস্ব সংবাদদাতা : পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে উলুবেড়িয়া থানার মদাই ও শাঁখাভাঙা গ্রাম থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ চোলাই।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার উলুবেড়িয়া-১ ব্লকের হীরাপুর ও ধূলাসিমলা অঞ্চলের মদাই ও শাঁখাভাঙা গ্রামের চোলাইয়ের ঠেকে হঠাৎই যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তর।
ভেঙে দেওয়া হয় চোলাইয়ের ঠেক। এর পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয় ১৭৮০০ লিটার গুড়জল ও ৬০০ লিটার চোলাই।