উলুবেড়িয়ায় পাখি বিক্রেতার কাছ থেকে উদ্ধার ১৯ টি দেশীয় টিয়া, ঘটনাস্থলে পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : খোলাবাজারে চলছিল টিয়াপাখি বিক্রি। খবর পেয়েই পাখিগুলিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পুলিশ। যদিও টিয়াপাখি বিক্রেতা পলাতক। সূত্রের খবর, রবিবার সকালে উলুবেড়িয়ার যদুরবেড়িয়া কলাতলা এলাকায় এক যুবককে টিয়াপাখি বিক্রি করতে দেখেন টহলদারী পুলিশ।

পুলিশকে আসতে দেখেই পাখি ভর্তি খাঁচা ফেলেই চম্পট দেয় ওই যুবক। উলুবেড়িয়া থানার পুলিশ পাখিগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু জানান, “পাখিগুলিকে থানায় আনার পরই বন দপ্তরে খবর দেওয়া হয়।”

এই ঘটনা প্রসঙ্গে বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জ অফিসার নির্মল মন্ডল জানাব, “মোট ১৯ টি দেশীয় টিয়াপাখি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই পাখিগুলিকে আমরা পর্যবেক্ষনের জন্য গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি।”

তিনি আরো জানান, মূলত বেআইনিভাবে এই পাখি গুলিকে বিক্রি করা হয়। পাখি গুলিকে বিক্রি করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ডানা কাটা হয়ে থাকে‌। তিনি বলেন, “আমরা এই দেশীয় টিয়া পাখি গুলিকে সেই কারণে পর্যবেক্ষণ ও চিকিৎসা করে আবার প্রকৃতিতে ছেড়ে দেব‌।”