উলুবেড়িয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একুশের ‘খেলা’ শেষ হয়েছে। গেরুয়া হাওয়ার মাঝেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার মসনদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। ভোটপর্ব মিটে যাওয়ার পরই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে অনেক নেতা-কর্মীই প্রকাশ্যে আবেদন জানিয়েছেন।

ইতিমধ্যেই গেরুয়া শিবির ছেড়ে নিজের পুরানো দলে ফিরেছেন বিধায়ক মুকুল রায়। এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত উলুবেড়িয়া-২ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মন্ডল ও উপ-প্রধান দীপিকা মাইতি।

মঙ্গলবার প্রশান্ত মন্ডল, দীপিকা মাইতিদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাজি। জানা গেছে, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ছাড়াও সিপিআইএমের এক পঞ্চায়েত সদস্যা নুরকেশান বেগম, বিজেপি নেত্রী তনুশ্রী হালদার ও আরও বেশ কিছু কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগ দেন।