কমনওয়েলথের আসরে হাওড়ার মেয়ে প্রতিষ্ঠা, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আগামী আঠাশে জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। আসন্ন কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিক্সে ভারতের হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে চলেছেন হাওড়ার সাঁতরাগাছির কন্যা প্রতিষ্ঠা সামন্ত। সাম্প্রতিক সময়ে দেশের জিমন্যাস্টিক্সে অন্যতম মুখ হিসাবে নিজেকে তুলে ধরেছেন বছর ঊনিশের প্রতিষ্ঠা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

উল্লেখ্য, চলতি বছরে তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে এবং দোহায় অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে বার্মিংহামে কমনওয়েলথে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠা। বার্মিংহামে পাড়ি দেওয়ার আগে দিল্লিতে জাতীয় শিবিরে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিষ্ঠা। আপাতত দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে অলিম্পিয়ান দীপা কর্মকারের সাথেই অনুশীলনে ব্যস্ত হাওড়ার সাঁতরাগাছির তরুণী। প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় দলে রয়েছেন বাংলার আরেক অলিম্পিয়ান প্রণতি নায়েক। প্রণতি ও প্রতিষ্ঠাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ক্রীড়ামহল।