নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় ঘর ঘোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। সংগঠন ঢেলে সাজানোর কাজ চালাচ্ছে তৃণমূল- বিজেপি- সিপিআইএম। সেই লক্ষ্যেই এবার গ্রামীণ হাওড়া সহ রাজ্যের একাধিক সাংগঠনিক জেলার সভাপতি বদল করল বঙ্গ বিজেপি।
রবিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। জানা গেছে, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যুষ মন্ডলকে। তিনি শিবশঙ্কর বেজের স্থলাভিষিক্ত হলেন। প্রত্যুষ মন্ডল হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
উলুবেড়িয়া কলেজের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বছর চুয়াল্লিশের প্রত্যুষ মন্ডল বলেন, “পার্টি অনেক বড়ো দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করব।” তিনি আরও বলেন,”সামনেই অনেক বড়ো লড়াই। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো সেই লড়াইয়ে সামিল হতে প্রস্তুত।”
এদিন হাওড়া গ্রামীণ জেলার পাশাপাশি ব্যারাকপুর, বিষ্ণুপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগণার(পশ্চিম) নতুন জেলা সভাপতি নিযুক্ত করা হয়েছে।