নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া সারদা শিশু মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের ৩৭ টি শাখা সংগঠনের আড়াইশো প্রতিনিধিকে নিয়ে দুই দিনের চিন্তন শিবির ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘সমন্বয় বৈঠক’ শুরু হল। শনিবার থেকে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত উত্তরবঙ্গ প্রান্ত কার্যবাহ প্রদীপ অধিকারী, দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যবাহ ডঃ জিষ্ণু বসু, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, ভারতীয় জনতা পার্টির নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা সহ অন্যান্যরা। কিছুক্ষণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যবাহ জিষ্ণু বসু বলেন দুই দিন ধরে চলবে এই কার্যক্রম। কার্যক্রমে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। তফশীল উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক উন্নতি। নারীদের স্বশক্তিকরন ও তাদের স্বাবলম্বী করা এবং তাদের সুরক্ষা বিষয়ক পর্যালোচনা এবং রাজ্যের সীমান্ত সুরক্ষা। পাশাপাশি পরিবেশ ও মুল্যবোধ সমাজ গঠনের নানা দিক নিয়ে আলোচনা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে শনিবার বিকালে। যাদবপুর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল সুপ্রিয় বললেন, বাচ্চা ছেলেরা করে ফেলেছে। ওদের এখন রক্ত গরম। ওদের নামে এফ আই আর করছিনা। ক্ষমা করে দিলাম। ছেলেটির মা ক্যান্সারের পেসেন্ট।