কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ, অভিনব উদ্যোগ আমতার পুজো কমিটির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নারীশক্তিকে দেবীরূপে আরাধনা করা হলেও একুশ শতকের দ্বিতীয় দশকে দাঁড়িয়ে সংবাদপত্রের পাতা ওল্টালে কিমবা নিউজ চ্যানেলে চোখ রাখলেই ভেসে ওঠে ভ্রূণহত্যা কিমবা নারীহত্যার নির্মম কাহিনী। বিভিন্ন ভাবে ভ্রূণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে উঠলেও এখনো সম্পূর্ণ রূপে তা বন্ধ করা যায়নি। কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাজকে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল আমতার সোনামুই কালীমাতা বালক সংঘের সদস্যরা। সোনামুই গ্রামের কুন্ডুপাড়া এলাকায় এই সংগঠনের কালীপুজো অনুষ্ঠিত হয়। এবার ১৫ তম বর্ষে তাদের ভাবনা ‘কন্যা রূপেণ সংস্থিতা’। সংগঠনের সদস্য অর্ঘ্য কুন্ডু, সৃজন কুন্ডুরা দিনরাত খেটে নিজেরাই বানিয়েছেন মন্ডপ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

মন্ডপ থেকে প্রতিমা—সব জায়গাতেই নারীর ছোঁয়া। অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে সংগঠনের সদস্যরাই কন্যারূপেণ সংস্থিতাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। মন্ডপজুড়ে কন্যাভ্রূণ হত্যা ও নারী হত্যার বিরুদ্ধে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। কোনো তথাকথিত সেলিব্রিটি নয়, দীপাবলির বিকালে এই পুজোর উদ্বোধন করেন এলাকার বয়োজ্যেষ্ঠ মহিলারা। সংগঠনের সদস্য অর্ঘ্য কুন্ডু জানান,”খেলার ছলে আমরা পনেরো বছর আগে এই পুজো শুরু করেছিলাম। আজ আয়োজন অনেকটাই বড়ো হয়েছে।” তিনি আরও বলেন, কন্যাভ্রূণ হত্যা রুখতে আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে। এবারের এই ভাবনার মধ্য দিয়ে সমাজের বুকে সেই সম্মিলিত আওয়াজই আমরা তুলে ধরার চেষ্টা করেছি।