আবাস যোজনার কাজ করতে নারাজ, উলুবেড়িয়ায় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ করছেন আশাকর্মীরা। কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। সেই কাজ করতে গিয়ে নিরপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। এমনই অভিযোগ তুলে উলুবেড়িয়ায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন আশা ও অঙ্গণওয়াড়ি কর্মীরা। রবিবার উলুবেড়িয়া এসডিও ও বিডিও অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দিলেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। আশা ও অঙ্গণওয়াড়ি কর্মীদের অভিযোগ, তাদের এই কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলত তারা চরম সমস্যাযর সম্মুখীন হচ্ছেন। কোথাও তাদের হুমকি দেওয়া হচ্ছে কোথাও বা আটকে রাখা হচ্ছে। তাদের দাবি, বিডিও অফিস থেকে লিষ্ট ধরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের নাম নেই অথচ যাদের পাকাবাড়ি তাদের নাম তালিকায় রয়েছে। ফলত মানুষ তাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠছে। তাদের অভিযোগ, এই চাপ সহ্য করতে না পেরেই বসিরহাটের আশাকর্মী সম্প্রতি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাদের দাবি, তারা কোনোভাবেই এই কাজ করবেন না। সেই দাবিতেই এদিন উলুবেড়িয়ায় তারা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন।