উলুবেড়িয়া হাসপাতাল থেকে উধাও রোগী! গাফিলতির অভিযোগ, বিক্ষোভ রোগী পরিবারের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগীর উধাও হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সংশ্লিষ্ট রোগীকে হাসপাতাল থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে।

জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভা এলাকার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা জয়ন্ত বাগ গত ১ লা জুলাই পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপরই তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে হাসপাতাল থেকে তাদের ফোন করে জানানো হয় রোগী প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছেন।

খবর পেয়েই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন জয়ন্ত বাগের পরিবারের লোকজন। রোগীর পরিবারের অভিযোগ, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানান রোগী কোথায় চলে গিয়েছে তাদের জানা নেই। সারা রাত ও শনিবার সারাদিন গড়িয়ে গেলেও রোগীর হদিস মেলেনি৷ তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। তাঁরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।