একাধিক দাবিতে বামেদের উলুবেড়িয়া পৌরসভা অভিযান, মিছিল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকমাস পরই বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাসক-বিরোধী সবপক্ষই ময়দানে নেমে পড়েছে। রবিবার উলুবেড়িয়ায় পৌরসভা অভিযানে সামিল হলেন সিপিআইএম নেতা-কর্মীরা। প্রতিটি ওয়ার্ডে সমস্ত গরীব মানুষকে ঘর দেওয়া, সব রাস্তায় স্ট্রীট লাইট দেওয়া, শতমুখী শ্মশানে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা, উলুবেড়িয়া রবীন্দ্র ভবন ও বাউরিয়া কমিউনিটি হলের সংস্কার, বাউরিয়া স্বাস্থ্য ভবনের সামনে থেকে ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর সহ একাধিক দাবিতে এদিন উলুবেড়িয়া পৌরসভা অভিযানের ডাক দিয়েছিল সিপিআইএম। গোরুহাটা থেকে মিছিল করে দলীয় পতাকা, ফ্লেক্স হাতে স্লোগান মুখে উলুবেড়িয়া পৌরসভার সামনে আসেন বাম কর্মী-সমর্থকরা। উলুবেড়িয়া পৌরসভার সামনে সভা থেকে এই সমস্ত দাবিতে সামিল হন বাম কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা শ্রীদীপ ভট্টাচার্য, সাবিরুদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।