নববর্ষে শিক্ষা সামগ্রী প্রদান বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার রাজ্য জুড়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ। অনুরূপভাবেও নববর্ষ পালিত হল উলুবেড়িয়ার আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলে তবে একটু অন্য স্বাদে, অন্য ভাবে। স্কুলের পড়ুয়ারা শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার জন্য সেভাবে যেকোনো আনন্দ-অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেনা। তাই যাতে এই পড়ুয়ারা নববর্ষের আনন্দ থেকে কোনরকম বঞ্চিত না হয়, তারজন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলেন উলুবেড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা বিটা কন্সট্রাকশনের কর্ণধার গৌতম বোস। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

শনিবার গৌতম বাবু নববর্ষের আনন্দ ভাগ করে নিতে আসেন আনন্দভবনে। তুলে দেন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র বিদ্যালয়ের ৬০ জন দৃষ্টিহীন, মূক ও বধির ছাত্র-ছাত্রীর হাতে। বর্ষবরণের এই অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অজয় দাস, চুমকী ঘোষ, পবিত্র সান্যাল সহ অন্যান্যরা। উল্লেখ্য গৌতম বাবুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দাস।