উলুবেড়িয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চের গণ কনভেনশন, হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই রক্তের অভাবে তিন বছরের শিশু শেখ হাসানুরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই শিশু মৃত্যুর প্রতিবাদে, বাকি শিশুদের জীবনকে সুরক্ষিত রাখতে ও হাওড়া চিকিৎসা পরিকাঠামোর অব্যবস্থা রুখতে উলুবেড়িয়ায় গণ কনভেনশনের আয়োজন করল জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে গণ কনভেনশনের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অভীক নাথ সহ অন্যান্যরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের ফলে সাধারণ মানুষ চরম বিপদের সম্মুখীন হয়েছে। গণ কনভেনশনের শেষে বৃহস্পতিবার বিকালে সংগঠনটির তরফে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সুপারের কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।