নিজস্ব সংবাদদাতা : তৃতীয় বারের জন্য উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন পুলক রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় এবার জায়গা পেতে চলেছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়।
সোমবার রাজ্যের নতুন মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। তার আগে মন্ত্রীদের তালিকা প্রকাশ হলে দেখা যায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে জায়গা পাচ্ছেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক।
পুলক রায় ছাড়াও হাওড়া জেলা থেকে মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন অরূপ রায় ও ক্রিকেটার মনোজ তেওয়ারি। পুলক রায়ের মন্ত্রী হওয়ার খবর পেয়েই খুশিতে ফেটে পড়েন উলুবেড়িয়ার তৃণমূল কর্মী-সমর্থকরা।