নিজস্ব সংবাদদাতা : হকারদের উপর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার নলপুর স্টেশনের কাছে রেল অবরোধ করলেন হকাররা। এর ফলে পরীক্ষা কেন্দ্র থেকে ফেরার পথে সমস্যায় পড়লেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। দুর্ভোগের শিকার হলেন সাধারণ যাত্রীরাও। জানা গেছে, মঙ্গলবার দুপুরে নলপুর স্টেশনের কাছে রেল অবরোধ করেন হকাররা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে সোনু নামের এক হকারকে শালিমার স্টেশনে হাজার টাকা জরিমানা করে রেল পুলিশ। জরিমানার টাকা দিতে না পারায় তাকে আটক করে রেল পুলিশ। অভিযোগ, হকারদের পক্ষ থেকে সোনুকে ছেড়ে দেওয়ার জন্য রেল পুলিশের কাছে বারবার আবেদন জানানো হলেও তাকে না ছেড়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন। এরপরই নলপুরে রেল অবরোধ করেন হকাররা। তাদের দাবি, অবিলম্বে তাদের উপর জুলুম বন্ধ করতে হবে। হকারদের অবরোধে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। অবরোধের জেরে পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে সমস্যায় পড়েন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। পুলিশ এলে অবরোধ তুলে নেন হকাররা। হকারদের উপর রেল পুলিশের জুলুমের অভিযোগের বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ এলে তা তদন্ত করে দেখা হবে।

হকারদের উপর জুলুমের প্রতিবাদে হাওড়া-খড়্গপুর শাখায় রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
Published on: