পুজোর মরশুমে মুখে হাসি রেলকর্মীদের, ৭৮ দিনের বোনাস ঘোষণা কেন্দ্রের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রেলের কর্মচারীদের জন্য সুখবর।পুজোর মুখে হাসি ফুটতে চলেছে রেলকর্মীদের মুখে।কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এ বছর ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে রেলকর্মীদের। মোট ১১ লক্ষ ৫২ হাজার কর্মী এই বোনাস পাবেন। বোনাস দিতে রেলের খরচ হবে ২ হাজার কোটি টাকা।বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।তবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএফএস)-এর কর্মীরা অবশ্য এই সুবিধে পাবেন না।

এদিন একটি সরকারি বিবৃতিতে সংবাদমাধ্যমের উদ্দেশে বলা হয়,‘‘রেলমন্ত্রকের কর্মীদের মনোবল বাড়াতে, তাঁদের উৎপাদনে উৎসাহ দিতে প্রতি বছরই এই বোনাস দেওয়া হয়। এবারও সেই কারণেই বোনাস দিচ্ছি আমরা। দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর সারা বছরের পরিশ্রমের উপহার পাচ্ছে তাদের পরিবার।’’ এছাড়াও গতকাল ক্যাবিনেট বৈঠকে ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, সঞ্চয়, আমদানি-রপ্তানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার