সোনা চুরির অভিযোগ হাওড়ার বাগনান থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সোনা চুরির অভিযোগ সোমবার রাতে হাওড়ার  বাগনান থানা এলাকার কল্যানপুর থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশের একটি দল। অভিযুক্ত ব্যাক্তির নাম শেখ রফিকুল। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। জানা গেছে কল্যানপুরের বাসিন্দা শেখ রফিকূল বছর ৪ আগে রাজস্থানের তারানগরে একটি সোনার কোম্পানীতে যোগ দেয় কারিগর হিসাবে । জানা গেছে প্রায় ৩ বছর রফিকূলের সঙ্গে কারখানার মালিকের ভালো সর্ম্পক থাকলেও এরপর থেকেই মাস মাহিনা নিয়ে রফিকূলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এমনকি মাস তিন আগে কারখানার মালিকের সঙ্গে রফিকুলের ঝামেলা হলে সে চাকরি ছেড়ে বাগনানে চলে এসে। সোনার কারখানা মালিকের আভিযোগ রফিকূল কারখানা থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা চুরি করে পালিয়ে গেছে। আর এরপরেই কারখানা কতৃপক্ষ রফিকূলের নামে থানায় অভিযোগ দায়ের করলে সোমবার রাতে রাজস্থান পুলিশ রফিকূলকে গ্রেফতার করে। যদিও রফিকূল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য রাজস্থানে কাজে যোগ দেওয়ার পর প্রথম ৩ বছর ভালো মাহিনা দিলেও তারপর থেকে আর টাকা দিচ্ছিলনা এমনকি বাজার খারাপ বলে মাসের পর মাস টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। রফিকূলের দাবি দিনের পর দিন টাকা না পেয়ে শেষে বাড়ি চলে আসতে চাইলে মালিক তাকে ছাড়তে চাইছিলনা। শেষে জোর করে বাড়ি চলে আসায় তার বিরুদ্দে মিথ্যা আভিযোগ করা হয়েছে। তার দাবি নিয়ম অনুযায়ী কারখানায় ঢোকার আমাদের ওজন করে সোনা দেওয়া হয় এবং বের হওয়ার সময সোনা ওজন করে নেওয়া হয়। সেখান থেকে সোনা চুরি করবো কিভাবে?