নিজস্ব সংবাদদাতা : শ্যামপুরের ইটভাটায় জালে জড়িয়েছিল বিরল প্রজাতির লেজার উইলিং বা ছোট সরালি পাখি। সরালিটিকে উদ্ধার করে মুক্ত প্রকৃতিতে ছেড়ে দিলেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি, পাখিটির দশটি তার দশটি ছানাও উদ্ধার করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
জানা গেছে, শ্যামপুর থানার শিবপুরে একটি ইটভাটার একটি পাশে থাকা একটি জালে জড়িয়ে যায় লেজার উইং ডাক। বিষয়টি ইটভাটার শ্রমিকদের নজরে আসে। তারা বিষয়টি এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের জানান। খবর পেয়ে ওই ইটভাটায় পৌঁছে যান প্রশান্ত, শুভময়, তমাল, সৌম্যক্রান্তিনাথরা। পাখিটিকে উদ্ধার করে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে পাখিটিকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়।