নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের পর কোলকাতা পুরনির্বাচন ও পুরনিগমগুলির ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহেই ২৭ শে ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভায় পুর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ১০৮ টি পুরসভার মধ্যে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভাও রয়েছেন। পুরভোটকে সামনে জোরকদমে প্রচার নেমে পড়েছেন্ন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উলুবেড়িয়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রীনা দত্ত (দাস)। বুধবার বিকালে ৩০ নং ওয়ার্ডের বাহিরতফা বয়েজ ক্লাব থেকে জোড়াপোল অব্ধি ঘুরে প্রচার সারলেন রীনা। বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে কথা বলার পাশাপাশি পথচলতি মানুষের আশীর্বাদ চাইলেন উলুবেড়িয়া কলেজ থেকে ছাত্র রাজনীতি করে উঠে আসা রীনা দাস(দত্ত)। রীনা দাসের কথায়, মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।