পশ্চিমবঙ্গের রাজ্য পশুর আতঙ্কে শ্যামপুরের শশাটির নদীর পাড়ের বাসিন্দারা

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : বাগরোলের আতঙ্কে শ্যামপুরের শশাটি অঞ্চলের নদীর পাড়ের বাসিন্দারা। রাত হলেই বাড়ছে বাগরোলের আতঙ্ক। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন এলাকার লোকজন। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা অজয় সামন্তের বাড়ির পুকুর পাড়ে দেখা মেলে বাগরোলটির। প্রথমে বাঘ মনে করে আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবারের লোকজন। পরে ভুল ভাঙলে বুঝতে পারেন এটি বাঘ নয় পশ্চিমবঙ্গের জাতীয় পশু বাগরোল। এলাকার লোকজনের বক্তব্য বেশ কিছুদিন ধরেই এলাকায় বেড়েছে বাগরোলের উপদ্রব। ফলত সন্ধ্যার পর থেকেই আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। তাদের দাবি অবিলম্বে বাগরোল উদ্ধার করে নিয়ে যাক বনদফতরের লোকজন। যাতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন তারা।