নিজস্ব সংবাদদাতা : প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরমে নাজেহাল সাধারণ মানুষ। মানুষকে একটু স্বস্তিতে পথে নামলেন বৃদ্ধাশ্রম এর মহিলারা। জয়পুরের অমরাগড়ি বৃদ্ধাশ্রম এ 23 জুন আবাসিক বৃদ্ধা রয়েছেন। যারা সকলেই ষাটোর্ধ্ব। প্রচণ্ড গরমে মানুষকে স্বস্তি দিতে সকাল সকাল বেরিয়ে পড়েছেন এই সমস্ত বৃদ্ধরা। জয়পুর থেকে ঝিকিরাগামী আগামী রাস্তার পাশে জল বাতাসা ও ভিজে ছোলা নিয়ে বসছেন তারা। রাস্তার পথচারী গাড়ির ড্রাইভার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করছেন জল বাতাসা ও ছোলা।তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
প্রচন্ড গরমের সময়ে প্রায় দু’মাস তারা এই কাজ চালিয়ে যান। এই কাজে কোন ভলেন্টিয়ার পাওয়া যায় না তাই নিজেরাই পালা করে দু ঘন্টা করে এই কাজ করে থাকেন। তারা জানান প্রচণ্ড গরমে পথচলতি মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। সেখানে জল পান করতে আসা মানুষজন জানিয়েছেন এই প্রচণ্ড গরমে ঠান্ডা পানীয়ে গলা ভেজাতে পেরে তারা তৃপ্তি পাচ্ছেন। মানুষের জন্য কাজ করতে পেরে খুশি এই বৃদ্ধাশ্রমের আবাসিকরাও।