শ্যামপুরের বাসুদেবপুরে নদী ভাঙ্গন, মেরামতির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের, ঘটনা স্থলে রাজ্যের মন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শ্যমপুরের ৫৮ গেটের কাছে বাসুদেবপুরে গঙ্গায় আবার ভাঙন। ধ্বসে গিয়েছে প্রায় ১০০ মিটার রাস্তা। উল্লেখ্য কিছুদিন আগেই এই রাস্তায ভাঙ্গনের কবলে পড়েছিল। অস্থায়ীভাবে সেই রাস্তা মেরামত করা হয়েছিল সেচ দফতরের পক্ষ থেকে। তার অদূরেই সোমবার থেকেই আবার বড় ভাঙ্গন দেখা যায়। নদীপারের রাস্তার প্রায় ১০০ ফুট ধ্বসে গিয়েছে। ভাঙনের ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কিছুক্ষণের জন্য তারা গতকাল উলুবেরিয়া শ্যমপুর রোডের ৫৮ গেটের কাছে অবরোধ করে। তার কিছক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের লোকজন। শুরু হয় অস্থায়ীভাবে বাঁধ বাঁধার কাজ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এলাকার লোকজনের দাবি সামনে বর্ষা। তারা পাকাপাকিভাবে এই সমস্যার সমাধান চাইছেন। পরবর্তীতে এই ঘটনা পরিদর্শনে আসেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। তিনি সাংবাদিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার পোর্ট ট্রাস্টকে নদী ড্রেজিং করার কথা বলা হলেও তারা এই ব্যাপারে কর্নপাত না করায় এই ঘটনা। তিনি আরো বলেন, যদি পোর্ট ট্রাস্ট নদী ডেজিং না করে তাহলে শুধু বাসুদেবপুর নয় উলুবেড়িয়া মহকুমার নদী তীরবর্তী বির্স্তীন এলাকা ভয়াবহ ভাঙনের কবলে পড়বে। মন্ত্রী পুলক রায় এলাকা পরিদর্শনের পর সেচ দপ্তরের আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।