নিজস্ব সংবাদদাতা : গ্রাম জুড়ে তীব্র জলকষ্ট। প্রতিবাদে হাওড়ার বাগনান বেনাপুর রোড়ে আগুন জ্বালিয়ে কাঠের গুড়ি ফেলে অবরোধ বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ মাস খানেক আগে প্রতি বাড়িতে মুগবেনাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাপ কল লাগালেও তাতে জল আসে না। ফলত তীব্র গরমে জল সমস্যা। কয়েক কিলোমিটার দূরে পাশের গ্রাম থেকে আনতে হচ্ছে জল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
তারই প্রতিবাদে গতকাল বাগনান বেনাপুর রোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে, ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।