নিজস্ব সংবাদদাতা : রাস্তা তো নয়, এযেন খন্ড খন্ড পুকুর। বর্ষায় এমনই বেহাল রাস্তা পার করতে কার্যত কালঘাম ছুটছে হাজারো মানুষের। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার রঘুদেবপুর কেটোপোল থেকে বেলকুলাই সিকে এসি বিদ্যাপীঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি পিচের রাস্তা জুড়ে একের পর এক খানাখন্দ। বর্ষায় জল জমে সেই খানাখন্দই এখন কার্যত খন্ড খন্ড পুকুরের আকার ধারণ করেছে। বিপজ্জনক পথেই কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন অজস্র মানুষকে চলাচল করতে হয়। এই পথেই বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
প্রত্যেকদিন অজস্র পড়ুয়া স্কুলে যায়। মাঝেমধ্যেই সাইকেল নিয়ে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। পথচলতি এক গাড়ি চালকের কথায়, কয়েক মাস ধরে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। দিনে একাধিকবার রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা খারাপ হওয়ার জন্য অনেকটা সময় বেশি লাগে। সেই সঙ্গে অতি সাবধানতা অবলম্বন করে রাস্তা চলতে হচ্ছে। নাহলেই বিপদ। প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করার সময় রাস্তার উপড় খানাখন্দে জমা জলে ঠিকমতো রাস্তা বোঝা যায় না। এতেও দুর্ঘটনার আশঙ্কা করছেন গাড়ি চালকরা। সকলের স্বার্থে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।