ফুটপাতে দাদাগিরি! হাওড়ায় রাস্তার পাশে আগাছা, বেআইনি দোকানপাট, চলাচলে সমস্যা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ফুটপাতের গা ঘেঁষে গজিয়েছে আগাছা। ফুটপাতের উপর গড়ে উঠেছে দোকানপাট। তাই ফুটপাত থাকা সত্ত্বেও বহু মানুষকে বাধ্য হয়ে মূল রাস্তাতেই হাঁটতে দেখা যায়। হাওড়া জেলার প্রায় সর্বত্রই নিত্যদিন এছবির দেখা মেলে। ক্রমাগত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। তবু ফেরেনি হুঁশ। পথচলতি মানুষের হাঁটার জন্য জাতীয় সড়কের মূল লেনের পাশে ফুটপাত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ফুটপাত থাকা সত্ত্বেও মানুষ হাঁটছেন মূল সড়কে নেমে। আর এর জেরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পথচলতি মানুষের অভিযোগ, ফুটপাত হাঁটার উপযুক্ত নয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

অভিযোগ, কোথাও ফুটপাতের উপর পড়ে রয়েছে নোংরা-আবর্জনা, আবার কোথাও আগাছায় ঢেকেছে ফুটপাত। আবার ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠেছে বহু দোকানপাট, এমনটাই অভিযোগ পথচলতি মানুষের। গ্রামীণ হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড় থেকে পাঁচলার মধ্যবর্তী এলাকায় ফুটপাতের উপর অবস্থান করছে বহু অস্থায়ী দোকান। আবার কোথাওবা পরিচর্যার অভাবে ফুটপাত আগাছায় ঢাকা পড়েছে। আর তাতেই সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ। তাদের অভিযোগ, ফুটপাত হাঁটার উপযুক্ত না থাকার কারণে বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে হাঁটাচলা করতে হয়। অভিযোগ, সারাদিন বহু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে সার্ভিস রোড ধরে এভাবেই হাঁটাচলা করছেন। পথনিরাপত্তার স্বার্থে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিক প্রশাসন এমনটাই দাবি জানিয়েছেন পথচলতি মানুষজন।